OCD অন্তর্ভূক্ত কিছু প্রচলিত আচ্ছন্নকারী চিন্তা যা মানুষকে আক্রান্ত করতে পারেঃ
- উপর ইচ্ছা করে নিজের ক্ষতির ভয় অথবা অন্যরকমও হতে পারে- উদাহরনস্বরূপ, অন্য কাউকে আক্রমন করার ভয়, এমনকি যদিও এরকম আচরন তীব্র বিরক্ত করে।
- ভুল বা দূর্ঘটনার দ্বারা নিজের বা অন্যের ক্ষতির ভয়- উদাহরনস্বরূপ, ভুলবশত চুলা জ্বালিয়ে রেখে বাসায় আগুনে দগ্ধ হতে পারে এমন ভয় আপনাকে বারবার রান্নাঘরের যন্ত্রপাতি পরীক্ষা করাতে পারে।
- রোগ, সংক্রামন, অথবা অপ্রীতিকর কিছু দ্বারা অপবিত্রতার ভয়।
- একটি ভারসম্য অথবা নিয়ামুবর্তিতার প্রয়োজন- উদাহরনস্বরূপ আপনি অনুভব করতে পারেন যে থালাবাসন রাখার আলমারীতে সবগুলো সমান লেভেলে আছে কিনা তা নিশ্চিত হওয়া প্রয়োজন।
No comments:
Post a Comment